হাইকোর্টে আরও একটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন

২২ জুলাই, ২০২০ ১৯:০৫  
করোনা ভাইরাস পরিস্থিতিতে নিয়মিত আদালত বন্ধ থাকায় ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরি মামলা শুনানির জন্য আরও একটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার থেকে বিচারপতি ভবানী প্রসাদ সিংহের এই বেঞ্চ দুর্নীতি দমন কমিশন আইনের আওতাধীন বিষয় ব্যতীত অতি জরুরি সব ধরনের ফৌজদারি মোশন ও তৎসংক্রান্ত আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল মঞ্জুরির আবেদনপত্র ও জামিন সংক্রান্ত আবেদনপত্র গ্রহণ করবেন। বুধবার (২২ জুলাই) এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে গত ২৬ এপ্রিল ভার্চ্যুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেওয়া হয়। এরপর সর্বশেষ গত ৫ জুলাই দুটি ও ১৫ জুন ১৩টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করা হয়।